নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
(১৩ এপ্রিল সোমবার গ্রীন ভিলেজ যুব সমাজ ও জিয়াউল খান রনির উদ্যোগে ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার রাজৈ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে একশত হতদরিদ্র নিম্নআয়ের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, করোনা পরিস্থিতিতে বঙ্গবন্ধুর সোনার দেশে কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, আমরা তা করতে দেব না। ইনশাআল্লাহ খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে। এ সময় তিনি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে ঘরে থাকার আহ্বান জানান।এবং জিয়াউল খান রনি গ্রীন ভিলেজ যুব সমাজের মাধ্যমে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই।
জিয়াউল খান রনি জানান, দেশ ও জাতির কঠিন বিপর্যয়ের সময় কিছু মানুষকে সচেতন করা ও শ্রমজীবী মানুষেদের ক্ষুদ্র সাহায্যের চেষ্টায় আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করে যাচ্ছি।আজকে আমরা চতুর্থবারের মতো একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করুণা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার এই কর্মসূচি অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা তাাঁতি লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, যুগ্মসাধারণ সম্পাদক একে রিপন, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, হবিরবাড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, হবিরবাড়ি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নবী হোসেন মন্ডল, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চ সভাপতি আরজে সাদেক প্রমুখ।