রির্পোটার খোরশেদ আলম জীবন
ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় করোনা রোগী শনাক্ত হওয়ার পর এবার মিললো ভালুকা উপজেলার হবিরবাড়ীর ডোবালিয়া পাড়া“র একটি চায়না কোম্পানীর শ্রমিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।জানাযায় শ্রীপুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আমির মিয়া ।বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে।এই খবর নিশ্চিত হওয়ার পর আজ (১৪,এপ্রিল)মঙ্গলবার বিকালে ভালুকা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাসুদ কামাল ওই এলাকায় গিয়ে একটি গণ বিজ্ঞপ্তির মাধ্যমে আক্রান্ত ডোবালিয়াপাড়া গ্রামকে লকডাউন ঘোষণা করেন।
ওই সময় ভালুকা উজেলা পরিষদের চেয়ারম্যান,আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো : মাইন উদ্দিন,হবিরবাড়ীর ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু উপস্থিত ছিলেন।লকডাউন ঘোষনা বার্তায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, জানায় আজ থেকে পরবর্তি নি্র্দেশ দেয়া না পযর্ন্ত এই গ্রামের কোন ব্যক্তি অন্য এলাকায় যাবেনা কিংবা অন্য এলাকার কোন লোক এই গ্রামে প্রবেশ করলে তাদের বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।