নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহির খারুয়া গ্রামে জুয়া খেলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় মাজহারুল ইসলাম রাজু(৩২)নামে এক সাংবাদিককে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
(১৪ এপ্রিল মঙ্গলবার উপজেলার মহিরখারুয়া বাজারের পর্ব পাশে এই ঘটনা ঘটে। উপজেলার উথুরী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম রাজু। তিনি জাতীয় দৈনিক ফলাফল পত্রিকার বিশেষ প্রতিনিধি।
এই ঘটনায় মাজাহারুল ইসলাম রাজু বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার মহির খারুয়া গ্রামের নবী হোসেনের ছেলে রনি মিয়া (৩৫), লাল মিয়া(৩৫) পিতা অজ্ঞাত, রাসেলস(২৬)পিতা আলিম উদ্দিন, সবুজ মিয়া (২৮) পিতা চানু মিয়া, আতিক(৪২) পিতা অজ্ঞাত, সর্ব সং মহির খারুয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মহির খারুয়া এলাকায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে সাংবাদিক মাজহারুল ইসলাম রাজু ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়া খেলার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে বাসায় চলে আসেন। পরে জুয়ারিরা উপলব্ধি করতে পারেন তাদের জুয়া খেলার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়েছে। পরে বিকেল আনুমানিক পাঁচটার দিকে কৌশলে রাজুকে বাসা থেকে ডেকে এনে মহির খারুয়া বাজারের পূর্ব পাশে কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে রাজুকে মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে ও পকেটে থাকা চার হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় রাজুর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা ওই সাংবাদিককে জখমি অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অনুকূল সরকার জানান আমরা অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।