আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় বাবার সাথে অভিমান করে কলেজ ছাত্র ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে।
ভালুকা মডেল থানার এস আই আবু তালেব জানায়,ভালুকা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মামারিশপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মোঃ রিমন(১৮) চাকুরী সংক্রান্ত বিষয় নিয়ে তার বাবার সাথে কথাকাটি করার পর অভিমানে ফাঁসিতে ঝুলে আত্ন হত্যা করেছে। সে আত্নহত্যা করার আগে একটি চিঠিতে লিখে যায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আপনারা আমার বাবা,মা আমার জন্য দোয়া করবেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন জানান, লাশ সুরতহাল করে বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।