খোরশেদ আলম জীবন
বিতরণময়মনসিংহের ভালুকায় করোনায় কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে সরকারের পাশাপাশি স্থানীয় সাংসদ আলহাজ¦ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে । করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন শ্রমজিবী অসহায় হত দরিদ্রদের মাঝে ধনু এমপি তার নিজস্ব তহবিল থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে চাল, ডাল, আলু, লবন, তৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায শনিবার (১৮এপ্রিল) বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১০০ পরিবারের মাঝে ওই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় আলহাজ¦ কাজিম উদ্দিন ধনু এমপি পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহি উদ্দিন মাহী, ইউপি সদস্য, আব্দুল হামিদসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ জানান, সরকারের পাশাপশি এ কার্যক্রম অব্যাহত থাকবে, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত পৌর সভা সহ প্রত্যেক ইউনিয়ন ও ওয়াডে ওয়ার্ডে হত দরিদ্র কর্মহীন অসহায়দের মাঝে আমার সাধ্যমত খাদ্য সামগ্রী দিয়ে যাব ইনসাআল্লাহ ।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদার অফ হিউমেটি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতি মধ্যে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন এবং সাধারণ মানুষকে যেন না খেয়ে থাকতে না হয় সেই জন্যে বিভিন্ন ধরনের বাজেট ঘোষনা করেছেন পাশাপাশি দেশের এই ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রী ৫০ হাজার হত দরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি চাউল দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । তাই করোনা প্রতিরোধে আপনারা নিজ নিজ ঘরে থেকে সরকারকে সহযোগিতা করোন, খাবারের জন্য চিন্তা করবেননা খাবার ঘরে ঘরে পৌঁছে যাবে, নিজে বাঁচুন পরিবার বাঁচান, বিশেষ কোন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেননা ।