খোরশেদ আলম জীবন
ময়মসিংহের ভালুকার হবিরবাড়ীতে দানবীর,সমাজ সেবক হাজী বেলাল ফকিরের উদ্যোগে ২দিনে ১,৫০০ শ কর্মহীন পরিবার সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এই কর্মসুচির অংশ হিসেবে (২০,এপ্রিল) সোমবার সকালে,উপজেলার হবিরবাড়ী সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে ও পাড়াগাঁওয়ের ৩নং ওয়ার্ডের করোনায় কর্মহীন অসহায় ৪শত পরিবার সদস্যদের মাঝে চাল,ডাল ,আলো ,পেয়াজসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহায়তায়,ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,হাজী বেলাল ফকিরে ত্রাণ বিতরণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
পরে তিনি হবিরবাড়ী ও পাড়াগাঁওয়ের ৪শতাধিক দরিদ্র পরিবার সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এর আগে গত (১৯,এপ্রিল) রবিবার,হবিরবাড়ীর কাশর ঈদগা মাঠে,৭শ পরিবারের মাঝে,ওই আওয়ামীগ নেতা ও সমাজ সেবক,বেলাল ফকির নিজেই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি জানান,করোনায় গৃহবন্ধী মানুষের সহায়তায় মাননীয় প্রধান মন্ত্রীর ডাকে তিনি আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।