ময়মনসিংহ ত্রিশাল ডেস্ক রিপোর্ট
রাত ৩টায় ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন মোমেনশাহী দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক টিম ও ত্রিশাল উপজেলা টিমের সমন্বয়ে দাফন সম্পন্ন করা হয়।
আল্লাহপাক এই ভাইকে জান্নাতবাসী করুন
এই টিমের সকল ভাইকে আল্লাহ,তালা এর পূর্ণ জাযা দান করুন। আমিন।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জনাব মুস্তাফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে বিভিন্নভাবে দিকনির্দেশনা দেন, উনাদের নির্দেশনা মতে দাফন-কাফন সম্পন করা হয়
করোনা উপসর্গ নিয়ে ত্রিশালের সাখুয়া ইউনিয়নে মেহেদী হাছান রনি (১৮)’র মৃত্যু হয় এবং নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলে কোভিন১৯ পজেটিভ আসে।
সাখুয়া ইউনিয়নের সরদার বাড়ীর বাবুলের ছেলে, সে গাজীপুর থাকতো, ১০-১২ দিন ধরে সে নিজ বাড়ি, রামপুর ব্রিজ মোড়,বালিপাড়া বাজার সহ বিভিন্ন যায়গায় অবস্থান করছিলো।
সাখুয়া ইউনিয়নবাসী সহ দেশের সবাই সাবধান হউন,সতর্ক হউন,ঘরে থাকুন, দোয়া করুন।
ইউনিয়ন পরিষদ থেকে সরদার বাড়ী পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে সকালের সহযোগিতা কামনা করছি।