এস এম সুজন খান ( বিশেষ প্রতিনিধি)ঃ– দেশের ক্লান্তি লগ্নে ময়মনসিংহের ভালুকায় করোনায় প্রতিরোধে ৬নং ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমিন খান, প্যানেল চেয়ারম্যান বুলবুল খান সহ সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাঝে পিপিই বিতরণ করেন ।
মঙ্গলবার (২১ এপ্রিল ) দুপুরে ভালুকা পোষ্ট অফিস সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি সদস্য ও গ্রাম পুলিশদরে সুরক্ষিত থাকতে সুরক্ষা সামগ্রী পি পি ই,গ্লাভস, ও মাক্স পিপিই
বিতরণ কালে ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমিন খান সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের বলেন, নোভেল করোনা ভাইরস প্রতিরোধে সর্ব প্রথমে নিজেকে সুরক্ষিত রেখে প্রত্যেক ওয়ার্ডে আপনারা জন সাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং যাতে করে অপ্রয়োজনে ঘুরা ঘুরি করতে না পারে সেই দিকে লক্ষ রাখবেন ।
তিনি ভালুকা ইউনিয়নের সকল জন সাধারণের উদ্যোশ্যে বলেন, আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন, কেউ বিশেষ প্রয়োজন ছাড়া ঘর খেকে বের হবেননা, ইতি মধ্যে আমাদের ভালুকায় করোনা রোগী সনাক্ত হয়েছে, বাংলাদেশের মধ্যে আমাদের ময়মনসিংহ জেলা করোনায় তৃতীয় স্থানে আছে আর তাই নিজ নিজ ঘরে থেকে করোনা প্রতিরোধে সরকারকে সহযোগিতা করুন, নিজে বাঁচুন অপরকে বাঁচান ।