ডেস্ক রিপোর্ট ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইন্তারঘাট গ্রামের আঁখ চাষি আব্দুল কদ্দুস মিয়া আঁখ চাষ করে হতাস হয়ে পরেছেন।
আব্দুল কদ্দুস মিয়া বলেন, আমি এক একর জমি ২০ হাজার টাকা কন্ট্রাক নিয়ে আমার জমানো টাকা ও ধার দেনা করে মোটামোটি ৬০ হাজার টাকার মতো খরচ করে অনেক কষ্ট করে এই আঁখ চাষ করেছি।
এখন এই মহামারি করোনা ভাইরাসের কারনে আঁখ ব্যপারীরাও আসতেছে না । যদিও এক ব্যপারী এসেছিলো সে মাত্র ২০ হাজার টাকা দিয়ে কিনেনিতে চায় ।
যদি করোনা ভাইরাস না থাকতো তাহলে দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করা যেতো। তা দিয়ে ধার দেনা পরিশোধ করা যেতো এবং আমার সংসার চলতো, এখন খুব অভাবে চলতে হচ্ছে।
আঁখ চৈত্র মাসের প্রথম দিকেই বিক্রি হয়, এখন বৈশাখ মাস পেরিয়ে যাচ্ছে করোনার ভয়ে পাইকার আসছেনা এবং প্রচুর বৃষ্টিপাতের কারনে অনেক আঁখ মাটিতে পরে যাচ্ছে ফলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনাই বেশী।
তাই হতাস হয়ে পড়েছি কি ভাবে ধারদেনা পরিশোধ করবো। আঁখ চাষ করেই চলে পরিবারের খাওয়া দাওয়া ভরন পূষন। করোনা ভয়াবহ পরিস্থিতিতে সরকারী অনুদান না পেলে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে মরতে হবে এমনটাই জানান কদ্দুস মিয়া।