ডেস্ক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন দোকানে দোকানে চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় আরও দুই চাঁদাবাজ কৌশলে পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি লেগুনা গাড়ি (সিরাজগঞ্জ-ছ-১১-০১৮৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে আশুলিয়ার কুটুরিয়া এলাকা থেকে ওই চাঁদাবাজদের আটক করে এলাকাবাসী।
আটকরা হলো- পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দক্ষিণ সোনাগঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে বাবু হোসেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার কাউলাদবাড়ি গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে রবিউল ইসলাম এবং কুষ্টিয়া জেলার সদর থানার হাটুলিয়া গ্রামের কাউসার আলীর ছেলে আরিফ।
ভুক্তভোগী চায়ের দোকানদার সাগর জানান, রাত নয়টার দিকে একটি লেগুনা গাড়ি নিয়ে সিভিল পোশাকে পাঁচজন লোকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকান খোলা কেন জানতে চায়। একপর্যায়ে তারা গালিগালাজ করে দুই হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমি পরিচয়পত্র দেখতে চাই। এঘটনায় তারা উত্তেজিত হয়ে আমাকে মারধর করার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় তিন চাঁদাবাজকে আটক করি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজর আলী জানান, আটককৃতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তবে তারা ভুয়া পুলিশ পরিচয় দিলেও মূলত স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের কাছ থেকে জব্দকৃত লেগুনা গাড়িতে আইন সহায়তা কেন্দ্র (আসক) স্টিকার লাগানো রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।