মোঃ জাহিদ খান,
ময়মনসিংহের ভালুকা রোজ মঙ্গলবার, ভালুকা উপজেলার, ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদে, দিন ব্যাপী হতদরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাবা,মোছাঃ জেসমিন নাহার রানী,এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ,আরো উপস্থিত ছিলেন ২ নং মেদুয়ারী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব, মোঃ সোহেল মোল্লা,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গনমাধ্যম কর্মী। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ভাবে অসহায় হত দরিদ্রদের মধ্যে, ত্রাণসামগ্রী বিতরণ করেন। এবং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে ধারাবাহিক ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসাবে অসহায় হতদরিদ্রদের ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন করোনা ভাইরাস কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।যা চলমান থাকবে।
করোনা ভাইরাস,সংত্রুমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। দিনমজুর অসহায় দরিদ্র পরিবারের না থাকায় চলছে খাদ্যের হাহাকার!
অসহায়দের জন্য প্রাপ্ত ত্রাণ, সুষম বন্টনের মাধ্যমে তিনি দুস্থ ও প্রান্তিক জনসাধারণের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন। তিনি বলেন আমার মেদুয়ারী ইউনিয়নে কেউ খাদ্যদ্রব্যের অভাবে অনাহারে থাকবেনা।
তিনি সকলের সহযোগিতা কামনা করেন।