রংপুর কুড়িগ্রামে নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত যুবক (৩০) কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খা পাড়া গ্রামের বাসিন্দা।
আক্রান্ত যুবক সম্প্রতি ময়মনসিংহ থেকে এসেছে। করোনার উপসর্গ থাকায় গত ১৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পাঠামো হলে বৃহস্পতিবার নমুনার রেজাল্ট পজিটিভ এসেছে।
এ নিয়ে রৌমারী উপজেলায় ৩ জন, ফুলবাড়িতে একজন এবং সদর উপজেলায় একজন সহ মোট ৫ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেল।
স্বাস্থ্য বিভাগের করোনা আপডেট কেন্দ্র থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৩শ ৪৫ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এর মধ্যে ২ শ ৪ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।