ডেস্ক রিপোর্ট
গাইবান্ধা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আসাদুজ্জামান আসাদ বলেছেন করোনা ভাইরাস মোকাবেলায় দায়িত্বপালন করতে গিয়ে কোন পুলিশ সদস্যের মৃত্য হলেও মৃতুর ভয়ে দায়িত্ব ছেরে যাবে না পুলিশ। দেশের এই জাতীয় দুর্যোগের শুরু থেকেই পুলিশ জনগনের পাশে ছিল এবং থাকবে। নোভেল-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতার পাশাপাশি যথাযথ দায়িত্ব পালন করছে পুলিশ। বর্তমান পুলিশের আইজিপি বেনজির আহম্মেদ বিপিএম পিপিএম মহোদয়ের নির্দেশ মোতাবেক জনতার সেবক হয়ে কাজ করছে পুলিশ।
২৪ এপ্রিল শুক্রবার সন্ধায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় কর্মরত ট্রাফিক সার্জেন মামুন করোনা পজেটিভ হওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আক্রান্ত সার্জেন্ট মামুন বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছে। শুধু দায়িত্ব নয় আত্নমানবতার সেবায় নিয়োজিত আছে পুলিশ। জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে কর্মহীন মানুষের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে পুলিশ কল্যান সহায়তা তহবিল হতে এসব মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। সার্বিকদিক বিবেচনা পুর্বক নিরাপদ দুরত্ব বজায় রেখে মৃত্যুর আগ মহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করবে পুলিশ।