ডেস্ক রিপোর্ট
“দৌলতদিয়া পতিতা পল্লীর বাসিন্দাদের মাঝে উত্তরণ ফাউন্ডেশন এর খাদ্য সহায়তা অব্যাহত”
দৌলতদিয়া পতিতালয় বাংলাদেশের অনুমোদিত সবচেয়ে বড় পতিতালয়। প্রায় চার হাজার মানুষের বসবাস এখানে। করোনাকালে সবচেয়ে নিদারুণ খাদ্যকষ্টে দিনাতিপাত করছিলেন তারা।রোজার প্রথম দিনেই উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেয়া হয় খাদ্যসামগ্রী। এই কার্যক্রমে রাজবাড়ী জেলার এসপি মহোদয়সহ যে সকল পুলিশ কর্মকর্তা সহযোগিতা করছেন, সকলের প্রতি উত্তরণ ফাউন্ডেশনের কৃতজ্ঞতা। ইতিপূর্বে সারাদেশের বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়)মানুষের কাছেও ফাউন্ডেশনের উদ্যোগে পৌঁছে দেয়া হয় খাদ্যসামগ্রী। এ কার্যক্রম অব্যহত রয়েছে। বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশন তাঁরই নেতৃত্বে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের জীবন-মান উন্নয়নে, করোনাকালে মানবিক বিপর্যয় রোধে অতন্দ্র প্রহরীর মতো তাদের পাশে থাকতে। আসুন, দুর্যোগের এই সময়ে আমাদের মানবিক হৃদয়কে প্রসারিত করে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াই।
———————————————————————
লেখা: উত্তরণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান শায়ক