এস এম সুজন খান বিশেষ প্রতিনিধি
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে করোনাভাইরাসের এ সময়ে শ্রমিক সংকট নিরসনে কৃষকের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগ। ৩২নং ওয়ার্ড মহানগর কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক ছলিম মিয়ার উদ্যোগে ধান কাটার আয়োজন করা হয়।
ধানকাটার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর কারণে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ অনেকটা ঘরে আবদ্ধ। করোনা ভাইরাসের কারণে আজকে ধান কাটতে লোক পাওয়া যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে কৃষকলীগের কল্যাণে আজকে কৃষক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।
করোনা পরিস্থিতি ময়মনসিংহ জেলা লকডাউন থাকায় বাইরে থেকে কোনো লোক প্রবেশ করতে পারছে না। এতে চলতি মৌসুমে বোরো ধান তোলায় এ জেলায় কৃষিশ্রমিক সংকট দেখা দিয়েছে। তবে এ বছর ভিন্নতা রয়েছে, ধান কাটায় নেমেছে নানা পেশার মানুষ। কেউ ধান ঘরে তুলতে সাহায্য করছে, আবার কেউ কৃষকদের উদ্বুদ্ধ করতেও মাঠে নেমেছে।
২৬ এপ্রিল (রবিবার) তৃতীয় দিনে ময়মনসিংহ নগরীর ৩২নং ওয়ার্ড চরকালীবাড়ী এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ২০ কাঠা জমির ধান কেটে দিলেন কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা।