সখিপুর প্রতিনিধি পারভেজ আহম্মেদ
সখিপুর-বাসাইল উপজেলায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঘরে – ঘরে খাদ্য সামগ্রী প্রদান- বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।
টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাংগাইল -৮ আসনের সাংসদ এ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি টাংগাইল জেলায় বসবাসরত সকল মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন আমার নির্বাচিত এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার প্রাণপ্রিয় নেতাকর্মীদের মাধ্যমে সকল অসহায় পরিবারের ঘরে – ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সেই সাথে তিনি বলেন পবিত্র কোরাআন অবতীর্ণ হওয়া মাস রমজান। এই মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা আল্লাহ তায়ালা কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন। রমজান আত্মাসংযম,অনুকল্প ও ক্ষমা লাভের মাস।পবিত্র এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও মহান আল্লাহ তায়ালা নৈকট্য লাভের সুযোগ হয়। । আরও বলেন রোজা রেখে ঘরে অবস্থান করেন আরও বেশি- বেশি কোরআন শরিফ তেলওয়াত করেন। পাশাপাশি যিকির ও নফল ইবাদতের পরিমাণ বাড়ান।সর্বশক্তি আল্লাহ তায়ালা কাছে কায়মনোবাক্যে দোয়া করেন যাতে তিনি দেশ ও জাতির তথা গোটা বিশ্বকে এই মহামারী থেকে মুক্ত করেন।