সৌদিআরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার সামগ্রী বিতরণ
মহিউদ্দিন মহি, ফেনী প্রতিনিধি ॥
ফুলগাজী উপজেলার ৬টি ইউনিয়নে বাক-প্রতিবন্ধী, পঙ্গু, বিধবা, অসহায় ও দুস্তদের মাঝে প্রায় ৬০টি পরিবারের মাঝে গতকাল ২৬শে এপ্রিল রোজ রবিবার সৌদিআরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্দ্যেগে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বর্তমানে বিশ্ব মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায়ে রেখে বিতরণ করা হয় । সবাইকে একস্থানে জড়ো না করে ইউনিয়ন প্রতিনিধিদের মাধ্যমে
সবার বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
এসময় আনন্দপুর, জিএমহাট, মুন্সীরহাট, দরবারপুর, আমজাদহাট ও ফুলগাজী সদর ইউনিয়নের প্রতিনিধি
হাতে হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ফোরামের সহ-সভাপতি নাছির উদ্দিন, গভেষনা সম্পাদক নুরুল করিম,সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন মহি, সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন, ফুলগাজী প্রেস ক্লাবের সহ-সভাপতি এস এ মামুন,সা: সম্পাদক সাইদ হোসেন সাহেদ ও ফুলগাজী বার্তার নির্বাহী সম্পাদক কাজী সিরাজুল করিম লিটন , এবং শাহাআলম হিমেল প্রমুখ ৷