ফুলবাড়িয়ায় অসাধু ব্যবসায়ীদের ছোবলে
লেবু চাষি আলমের মাথায় হাত।
—————————————————————–এস এম সুজন খান (বিশেষ):-ময়মনসিংহেরর ফুলবাড়িয়ার এনায়েতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধার ছেলে আলম মিয়া ৮বিঘা জমিতে লেবু চাষ করে ভালো ফলন হলেও হতাশায় ভুগছেন আলম মিয়া।
বর্তমান বাজারে লেবুর দাম ভালো থাকলেও ন্যায্য দাম পাচ্ছেনা এলাকার লেবু চাষিরা।
এনায়েতপুরের কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী ঢাকার পাইকারদের ঢুকতে দিচ্ছেনা এলাকার হাটবাজারে, যেখানে গ্রামের লেবু চাষিরা ন্যায্য মুল্যে লেবু বিক্রি করে করোনার দূর্সময়ে দুমুঠো ভাত তুলেদিত পরিবারের সদস্যের মুখে।
অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা বর্তমান বাজারে লেবুর যে দাম রয়েছে তার অর্ধেকেরও কম দামে লেবু কিনে ঢাকার পাইকারদের কাছে বিক্রি করে লাভবান হচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
লেবু চাষিরা কোন উপায়ন্ত না দেখে কমদামে লেবু বিক্রি করছে পেটের দায়ে।
দেশে করোনা দূর্যোগ সময়ে বাংলাদেশ সরকার কৃষিখাতে ভর্তুকি দিয়ে কৃষক বাচাঁতে বিভিন্ন প্রনোদনা ঘোষনা দিয়েছেন, এদিকে কৃষকের পেটে লাথিমেরে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কিছু অসাধু ব্যবসায়ী।
লেবুচাষী আলম মিয়া জানায় গত জুন মাস-২০১৯ইং এনায়েতপুর লুৎফরের কাছ থেকে বিঘা জমি, ৪বছর ৬মাসের জন্য ১৪লক্ষ টাকায় লিজ নিয়ে লেবুচাষ শুরু করি, গত ১০মাসে ৭০০০০/-টাকা খরচ হয়েছে, বিক্রি হয়েছে ২০০০০০/-টাকা,
তিনি আরো বলেন, লেবু চাষ করে ফলন ভালো হলেও লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও বঞ্চিত হচ্ছি আমরা গ্রামের সাধারন কৃষক।
বর্তমান মহামারি করোনা পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা না পেলে লজ দিতে হবে লক্ষ লক্ষ টাকা, পরিবার পরিজন নিয়ে না খেয়ে পথে বসতে হবে।
এই অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের ছোবল থেকে রক্ষা পেতে কৃষিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন গ্রামের খেটে খাওয়া প্রান্তিক সাধারন কৃষক।