ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
উপজেলার এমদাদ দত্ত গ্রামে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান।
নিহত লাকী আক্তার (২৩) ওই এালাকার শাহেদ আলীর মেয়ে।
শাহেদ আলী বলেন, তার মেয়ের সঙ্গে তার ভাই আহাম্মদ আলীর ছেলে এমদাদুলের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় পাঁচ বছর আগে এমাদাদুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের মাঈশা আক্তার নামে দুই বছরের একটি মেয়ে সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে এমদাদুলের সঙ্গে তার মেয়ের কলহ লেগে থাকত। এর জেরে পাঁচ মাস আগে লাকি একতরফা ভাবে এমদাদুলকে ডিভোর্স দেয়। পরে লাকি ঢাকা চলে যায় এবং সেখানে একটি পোশাক কারখানায় কাজ নেয়।
“মঙ্গলবার সকাল ৮টার দিকে লাকি বাড়িতে ফিরে ঘরে সন্তানকে খাবার খাওয়াচ্ছিল। এ সময় এমদাদুল গিয়ে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়।“
ওসি বলেন, ঘটনার পর থেকে এমদাদুল (২৬) পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য এমদাদুলের মা-বাবাকে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।