মোঃ জাহিদ খান,
ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে বান্দিয়া গ্ৰামের শহীদ মিয়ার ঘড় মেরামত করে দেন, ভালুকা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, জনাব, আবুল কালাম আজাদ,বান্দিয়া গ্ৰামে অবস্থিত শহীদ মিয়া সে জানান ঝড়ে তার ঘড়ের একটি অংশ উড়িয়ে নিয়ে যায় এখন বৃষ্টি হলে তাকে বাধ্য হয়ে চলে যেতে হয় সাথেই অবস্থিত বান্দিয়া হাইস্কুল সেই স্কুল বারান্দায় বা প্রতিবেশী দের কাছে ছুটে যেতে হয় আশ্রয়ের জন্য, বেক্তি গত ভাবে তার যে টাকা রোজগার হয় তাতে তার পাঁচ সন্তান স্ত্রী কে নিয়ে কোন রকম জীবন চলে, তার পক্ষে ঘড় টি মেরামত করা সম্ভব হয়নি, বিষয় টি উপজেলা চেয়ারম্যান জানতে পারে ঘড় টি মেরামত করে দেন, এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, জনাব, মোঃ সফিকুল ইসলাম খান,৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, জনাব, মোঃ আতিকুর রহমান খান রিটু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক,সহ সম্পাদক- শেখ আমিনুল ইসলাম ও ভালুকা উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, জনাব- মোঃ হাবিবুর রহমান খান হাবিব এবং ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি, জনাব- মোঃ আলাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মোকছেদুল খান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।