দরিদ্র আনসার ভিডিপিদের মধ্যে এান বিতরণ
এম. রায়হান রাজশাহী থেকেঃ
সারা পৃথিবী করোনা ভাইরাসের আঘাতে জড়সড়। যখন মানুষ এক পযায় দিশেহারা ঠিক তখনি নিজেদের ২৭০০জন হতদরিদ্র আনসার ভিডিপির পুরুষ ও নারী সদস্য মধ্যে এান বিতরণ করেছেন রাজশাহী জেলা আনসার ভিডিপি কমান্ডার । এ সময় উপস্হিত ছিলেন রাজশাহী জেলার আনসার ভিডিপি উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।