করোনায় ভালুকার এক পুলিশের মৃত্যু:
খোরশেদ আলম জীবন
করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের কনস্টেবল জালাল উদ্দিন খোকার মৃত্যু হয়। এ নিয়ে পুলিশ বাহিনীর সাত সদস্য করোনায় প্রাণ হারালেন।
গত শনিবার ৯ মে রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব বিভাগের এ ট্রাফিক কনস্টেবল মৃত্যুবরণ করেন। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সদরদপ্তর থেকে জানাযায়, শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয় ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনা ভাইরাস (কভিড-১৯) পজিটিভ আসে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সদস্য জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা ভালুকা উপজেলা ১১নং রাজৈ ইউনিয়ন উড়াহাটী গ্রামে। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে আনা হয়। প্রশাসনের উপস্থিতে ভালুকার আলেম ওলামার সেচ্ছাসেবক সংগঠন “তাক্বওয়া ফাউন্ডেশন” মাধ্যমে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।