রাজশাহী মহানগরীর ৪৪ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান
এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে মহানগীর তালাইমারী শহীদ মিনার সংলগ্ন ওয়াই.এম.এস ক্লাবে ৪৪ জন শহীদ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য আহসানুল হক পিন্টু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী মাসুম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়াই.এম.এস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ, শহীদ পরিবারের সদস্য হাবিবুর রহমান হাবিব ও হাসানি।