খোরশেদ আলম জীবন– ময়মনসিংহের ভালুকা পৌর সভায় ৩হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সম্ভাব্য মেয়র পার্থী সাদিকুর রহমান তালুকদার ।
প্রতিদিনই সকাল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিটি ওয়ার্ডের ৩০০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছেন ।
মুক্তিযোদ্ধার সন্তান সাদিকুর রহমান নিজে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন । বিতরণ কালে তিনি বলেন নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি আমি আমার ব্যাক্তিগত অর্থায়নে কর্মহীন হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি । সাদিক বলেন, পবিত্র মাহে রমজান শেষে ঈদুল উল ফিতর তাই ঈদ আনন্দকে সবার সাথে ভাগাভাগি করতে পৌরবাসীর মাঝে আমার সামান্য ঈদ উপহার তুলে দিতে পেরে নিজে ধন্য মনে করছি ।