নিউজ ডেস্কঃ দেশ টিভি বাংলা টেলিভিশন পক্ষ থেকে মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই, বোন দর্শক, পাঠক, বিজ্ঞাপণদাতা, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশ টিভি বাংলা চেয়ারম্যান ও ব্যবস্থাপক পরিচালক
ঈদ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদ মানুষের মনের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বার্তা বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন ফকির আল-আমিন।
বর্ণ টিভির পরিচালক বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি আরো বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ টুকু ভাগাভাগি করে ঘরেই ঈদ উদযাপন করার অনুরোধ।