ভালুকায় ২৫জন সুইপার কে ঈদ উপহার দিলেন মুক্তিযোদ্ধার কন্যা লামিয়া
এস এম সুজন খান (বিশেষ প্রতিনিধি) :-ভালুকায় করোনার দূর্সময়ে ঘরবন্দি হয়েপড়া নানা পেশার মানুষের মাঝে নিজ অর্থায়নে ত্রাণ সহযোগীতা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মুক্তযোদ্ধার কন্যা লামিয়া।
নানা পেশার মানুষের কথা চিন্তা করে-২৩মে (শনিবার) পৌরসভার বিভিন্ন এলাকার ২৫জন সুইপারদের মাঝে ঈদ উপহার বিতরন করেন শারমিন খানম লামিয়া।
এসময় তিনি বলেন, আমার বাবা এজন মুক্তিযোদ্ধা ছিলেন দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন নিজের জীবন বাজি রেখে, আমিও চেষ্টা করে যাচ্ছি মানুষের দূর্সময়ে পাশে দাঁড়াতে জানিনা কত টুকু পারবো।
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে, তাই হতদরিদ্র সুইপারদের জন্য ঈদ উপহার হিসেবে ২৫কেজি চাউল, ৫কেজি ডাউল, ৫কেজি চিনি, ১০পেকেট সেমাই ও একটি লাক্স সাবান তাদের হাতে তুলেদেই।
এই সামান্য উপহার হাতে পেয়ে যে হাসিমাখা মুখটি দেখেছি তাতেই আমি খুশি।
যতদিন করোনা পরিস্থিতি স্বভাবিক না হবে ততোদিন আমার সাধ্যমত খাদ্য সামগ্রী বিতরন করে যাবো, মানব সেবাই আমার মুল লক্ষ।