কুড়িগ্রামের উলিপুরে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন কর্মসূচি পালন
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ইউনিয়নে ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙ্গনে ভিটামাটি হারিয়ে অনেক পরিবারের মানবতের জীবন-যাপন ।
রবিবার (২৪মে) দুপুরে এলাকাবাসী ও নদী ভাঙ্গন মানুষদের প্রায় দুই কিলোমিটারজুড়ে নদীর পাশে দাঁড়িয়ে মানববন্ধনও প্রতিবাদ কর্মসূচি পালন করে। ভুক্তভোগী মানুষজন ও এলাকাবাসীর দাবি অতি দ্রুত নদী ভাঙ্গন রোধে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
এব্যাপারে,হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ওনারা দ্রুত নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দিয়েছেন।