ভালুকায় রাতে অঙ্গাত দৃস্কৃতিকারীদের ট্রাকে আগুন ৩লক্ষ টাকার ক্ষতিসাধন।
খোরশেদ আলম জীবন
ভালুকায় রাতে অঙ্গাত দৃস্কৃতিকারীদের ট্রাক আগুনে ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে জানাগেছে।ঘটনাটি উপজেলা হবিরবাড়ী সাইনবোর্ড এলাকার সৌদি প্রবাসী তাজ্জুদ্দিন ভাড়াকৃত ট্রাক বাসার সামনে রাতের আধারে কোন এক সময়ে কে বা কারা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে,ট্রাকটির আগুন পুরে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।তাজ্জুদ্দিন প্রবাসীর ছেলে জানান, কে বা কাহারা আমার ট্রাকে আগুন দিয়েছে।ট্রাকের প্রায় অধিকাংশ পুড়ে ছাই হয়ে গিয়ে কমপক্ষে ৩ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।