টাঙ্গাইল সখীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাদ্দাম (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার কাঁচাবাজারের পাশে একটি দেয়ালে লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম উপজেলার বেতুয়া গ্রামের প্রবাসি বাবুল মিয়ার ছেলে এবং সখীপুর পিএম পাইলট মডেল সরকারী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যেক্ষদর্শী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ জানান, মোটরসাইকেল যোগে তিনজন আরোহী উপজেলার শালগ্রামপুর সড়ক দিয়ে সখীপুরে আসছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় কাঁচাবাজারের পাশে একটি ইটের দেয়ালে লেগে যায়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। অন্যজনকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে..