খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নতুন করে কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও কৃষি ব্যাংকের কোষাধ্যক্ষসহ ৩ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সহকারী আব্দুল হামিদ,ভালুকা পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা ও কৃষি ব্যাংকের কোষাধক্ষ্য আব্দুল হেকিম ও ভালুকা উপজেলার সারোয়ার জাহান। সে নেত্রকোনা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।
সোমবার (২৫ মে) রাত ১২ টার দিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন এ তথ্য নিশ্চিত করে জানান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে রবিবার (২৪ মে) বিকালে তাদের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়ে।
এ নিয়ে ভালুকা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন। এদের মধ্যে আবু হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে।