ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন সমাজ সেবক ও আ: লীগ নেতা সুজন
সোহেল রানা তানোর উপজেলা প্রতিনিধি পৌরশহরের ১নং ওয়ার্ডের সোমাসপুর গ্রামের অসহায় এক্তার আলীর বাড়িতে হাঠাৎ করে ঈদের আগের দিন রবিবার গভীর রাতে আগুন লেগে যায়। এসময় পাড়া প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে খবর দিয়ে তারা নিজেরা সহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দু’ঘন্টা যাবত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে এক্তার আলীর বাড়ির আসবাবপত্র সহ তিনটি গরু ও পিয়াজ রশুন ধান চাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে এমন আগুন লাগার ঘটনায় এক্তার আলী চরম হতাশা গস্থ হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আগামী তানোর পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র পদপ্রার্থী আবুল বাসার সুজন। আজ(গতকাল) বুধবার বিকেলে এক্তার আলীর বাড়ি গিয়ে তাকে সমবেদনা জানান ও তার পরিবারের পাশে থাকবে বলে এক্তার আলীকে কিছু অর্থিক সাহায্য দেন ও তার পুড়ে যাওয়া গরু তাকে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তানোর পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাছের উদ্দিন।