পারভেজ আহমেদ / সখীপুর থেকে
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সিকদার মুহম্মদ সবুর রেজা।বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার মুচারিয়া পাথার গ্রামে জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আত্মীয়ের জানাযা নামাজ শেষে মোটসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।রাস্তার মধ্যে একটি কুকুর দৌড় দিয়ে রাস্তা পাড় হওয়ার সময় মোটর সাইকেলে এসে ধাক্কা খায়, এতে মোটর সাইকেল নিয়ে রাস্তায় পড়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে ও কয়েকটি অংশ থেকে রক্তক্ষরণ হয়। পরে উদ্ধার করে প্রাথমিক ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়।এখন তিনি বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন বলে জানা যায় এবং দেশবাসির কাছে দোয়াও চেয়েছেন তিনি।