খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ীর ইউপি সদস্যের ছেলে শাহীন সহ চার মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার পাড়াগাঁও গ্রামের বুলবুল ইসলামের ছেলে শাহীন মিয়া, একই এলাকার দুলাল উদ্দিনের ছেলে সানোয়ার উরফে আনোয়ার , জাবেদ আলীর ছেলে সুমন ও আবুল কালামের ছেলে আরিফ। ভালুকা মডেল থানা পুলিশ গতকাল মঙ্গলবার উপজেলার কাদিগড় ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আনেন। ২৭ মে বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।