খোরশেদ আলম জীবন
আক্রান্তদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য, কারখানার শ্রমিক পাঁচজন, একজন প্রধান শিক্ষক, একজন উপজেলা পরিষদের কর্মচারী । দুজন স্থানীয় বাসিন্দা।
তবে নতুন করে আক্রান্ত ১৫ জনের মধ্যে দুজন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। ইতিমধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
শুক্রবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী, নতুন আক্রান্ত রোগীরা হলেন- বাটাজোর মনিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবন নাহার (৩৫), ভালুকা উপজেলা পরিষদের বাগান মালি নিজাম উদ্দিন (৩২), শিল্প পুলিশ জোন-৫ সদস্য হুমায়ুন কবির(৪০), গৌতম (৩৫), দ্বীপঙ্কর (৩৩), মাসুদ আলী (৪৭) ও মোবারক আলম (৩০), হাইওয়ে পুলিশের সদস্য দুলাল চন্দ্র মালাকার (৪২), ক্রাউন ওয়ার্স লিমিটেডের শ্রমিক ইমরান হোসেন (৩৩), আলী হোসেন (৩৫), সুজন মিয়া (২৫), মোরর্শেদা (৪০), হাজীর বাজার এলাকার সুলতানা সুয়েটারের শ্রমিক রেজাউল (৩৬), উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আসাদুল ইসলাম (৩৫) ও গাজীপুরের ডা. অনন্যা (৩৮)।
ইতিমধ্যে হবিরবাড়ি ইউনিয়নের দুই করোনা আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন।