খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় পুর্ব শত্রুতার জেরে বসত বাড়ীতে হামলা ও ছাত্রলীগ অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে ।
এ ঘটনায় আবু সাঈদ মোহাম্মদ বাদল ও আল আমিন বাদী হয়ে হালিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিন,আলাল উদ্দিন, জামাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে শামীম ও ফারুক,আঃ আলীমের ছেলেআব্দুল মজিদ,শহিদ ও শফিকুল ইসলাম,হবি উল্লাহ মন্ডলের ছেলে শামীম, আব্দুল আজিজ,আবুল হোসেনসহ অঞ্জাতনামা আরও ১৫ জনের নামে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
গত শুক্রবার (২৯মে) সকালে উপজেলার রাংচাপড়া গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ছাত্রলীগ নেতা আল আমিনদের সাথে জমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় জালালের নেতৃত্বে ১৫/২০জনের একটি সঙ্গবদ্ধ দল ছাত্রলীগ অফিস ভাংচুর শুরু করলে পাশের বাড়ীর আবু সাঈদ মোহাম্মদ বাদল শান্তি শৃঙখলার স্বার্থে বাংলাদেশ পুলিশের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে আসে । টের পেয়ে পুলিশ আসার আগেই দুবৃত্তরা পালিয়ে যায় ।
পরে পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পর ৯৯৯ ফোন করার জের ধরে ফজর আলী মন্ডলের বাড়ীতে ২০-৩০জনের একটি সঙ্গবদ্ধ দল লাঠি শোঠা নিয়ে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ।
এসময় হামলার কবলে পরে গুরুতর আহত হয় ফজর আলী মন্ডলের ছেলে আবু সাঈদ মোহাম্মদ বাদল । খবর পেয়ে ভালুকা মডেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ ঘটনায় নিন্দা ও ক্ষোব প্রকাশ করেন এবং হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান । তিনি বলেন, জমি সক্রান্ত বিষয়টি আমি উভয় পক্ষকে নিয়ে আগামী ৬জুন বসে মিমাংসা করার চেষ্টা করব ।