খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকা থেকে গফরগাঁও এশিয়ান হাইওয়ে সড়কে নিন্মমানের কাজ করায় ভালুকা মেজর ভিটা এলাকায় রাস্তায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিক ও সুধী মহল প্রতিবাদ জানালে স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর নির্দেশে সওজ তদন্ত কমিটি গঠন করে রাস্তাটি পরিদর্শন করেছে। সওজের তদন্ত কমিটি ঠিকাদারী
প্রতিষ্ঠানকে পুনরায় রাস্তা সংস্কারের নির্দেশ দিয়েছে বলে জানায় সওজ কর্তৃপক্ষ।
৩০মে সড়ক ও জনপদ অধিদপ্তরের অতি: প্রধান প্রকৌশলী সৈয়দ মনিরুল হোসেন, সওজ ময়মনসিংহ অঞ্চলের তত্বাবদায়ক প্রকৌশলী আজাদ রহমান, সওজ ময়মনসিংহ নির্বাহী প্রকৌশলী মো: ওয়াহিদুজ্জামান তদন্ত টিম গফরগাঁও ভালুকা এশিয়ান হাইওয়ে রাস্তার কাজ পরিদর্শন করেছেন।
তদন্ত টিমের পক্ষ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানকে রাস্তার ত্রুটিপর্ণ অংশটুকু সংস্কার করে দেয়ার কথা বলা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ইসমাইল কনস্টাকশন এশিয়ান হাইওয়ে গফরগাঁও ভালুকা রাস্তার ভালুকা অংশে কাজ করে।
ভালুকা অংশে কানার বাজার থেকে ভালুকা হাইওয়ে মহাসড়ক পর্যন্ত কাজে ভালুকা পৌরসভার শহীদ নাজিম উদ্দিন সড়কে ঢালাই রাস্তা করার কথা ছিল বলে জানা গেছে। ঈদের ২দিন পুর্বে তড়িঘরি করে রাতের আধারে ঠিকাদারী প্রতিষ্ঠান ঢালাইয়ের কাজ শেষ করে। পরদিনই ঢালাই এর রাস্তার মাঝে কয়েকটি অংশে ফাটল দেখা দেয়। এতে স্থানীয় সাংবাদিক ও সুধীজন রাস্তার ফাটল দেখে প্রতিবাদ জানায়।
বিষয়টি অবগত হয়ে ময়মনসিংহ ১৫৬ ভালুকা ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন ধনু সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধতন র্কর্তপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। পরিদর্শন শেষে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে পুনরায় রাস্তাটি সংস্কারের নিদের্শ দেয় সওজ