নিউজ ডেস্ক।
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামের বসতবাড়িতে অগ্নিকান্ডে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, উপজেলার কাশর গ্রামে শিহাব উদ্দিনের বাসায় বিকাল সাড়ে ৫ টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় আগুনে ৬টি ঘর সহ মালামাল পুরে ভূষিবুত হয়। শিহাব উদ্দিন পাশ্ববর্ত গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামের ইউ.পি সদস্য তার এই বাড়িটি শামছুল হক, শরিফুল, আশরাফুল, আসাদুল ও রাকিব এর নিকট ভাড়া দেওয়া ছিল। তারা ভাড়া থেকে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকুরী করে।
ভালুকা মডেল থানার এস,আই রুহুল আমিন জানান, সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডের সময় বিদ্যুৎ ছিল না। অঙ্গিকান্ডে ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।