খোরশেদ আলম জীবন
ময়মনসিংহের ভালুকায় ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের সিড্ ষ্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকয় ভ্যাকু বাহীট্রাক চাপায় মোটরসাইকেল চালক কামরুল হাসান (৩২)
ঘটনা স্থলেই নিহত হয়। পুলিশ ও স্থানীয়রা জানান ঘটনার সময় ঢাকাগামী মোটর সাইকেলের পিছনে একই দিক থেকে আসা ভ্যাকুবাহী ট্রাক (লোবেট) পিরোজপুর শ- ১১-০০২৩ ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাক ঢাকা মেট্রো -ট- ২৪-২১৮৮ পিছনে ও দাড়িয়ে থাকা অটোরিক্সায় লেগে অটোরিক্সা ও মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনা স্থলেই মটর সাইকেল চালক নিহত হয়। নিহত কামরুল উপজেলার মেদিলা গ্রামের জাতীয় পার্টি উপজেলা আহবায় কাদির সরকারের ছেলে। অটোচালক উপজেলার বাশিঁল গ্রামের ফিরোজ (৩০) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহত কামরুল সানমেন বারডেন ফার্মা লিঃএ চাকুরি করতো।