বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি!!
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড এলাকায় শ্যামলী পরিবহন নামের একটি নাইট কোচ একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিলে ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উলিপুর থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত ৫ জনকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে এবং একজনকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এব্যপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ঢাকা থেকে আগত শ্যামলী পরিবহন ও অটোরিকশাটি উলিপুর অভিমুখে আসছিলো। নাইট কোচটি পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। শ্যামলী পরিবহনের ড্রাইভার পলাতক রয়েছেন।এখন পর্যন্ত মাললা করা হয়নি।’