এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
বিভাগটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এনিয়ে বিভাগটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১ হাজার ৫০ জন। আর আক্রান্তদের মধ্যে ৫ জেলায় মারা গেছেন ৯ জন। উত্তরের হটস্পট বগুড়ায় শনাক্ত ৪৪৯ জন।
বুধবার (৩ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় ২জনসহ মোট ২৫৩ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৮০ জন।এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে দেখা যায়, রাজশাহী জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। জেলার হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। মারা গেছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩ জন।
বিভাগের ৮টি জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ৪৪৯ জন করোন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই জেলায় হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। এ জেলায় ১ জন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ৫৭ জন।দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি ১৬৭ জন। সুস্থ হয়েছেন ৭৮ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।
নওগাঁয় শনাক্ত হয়েছেন ১৩২ জন। এদের মধ্যে ৮৯ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ৬ জন। এ জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু ১ জন।
চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় ৮ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন।
নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। গত ২৪ ঘন্টায় শনাক্ত ২ জন।
সিরাজগঞ্জে ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন, ৩ জন হাসপাতালে। একজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩ ও মারা গছেন ২ জন।
পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৪৯। এখানে কেউ মারা যাননি। তবে ১ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে দেখা যায়, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে রাজশাহী বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ হাজার ৬৩৬ জনকে। এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৪ হাজার ৫৮৯ জন।
চিকিৎসার জন্য এপর্যন্ত ৫১২ জনকে আইসোলেশনে নেয় হয়েছে। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন