আরিফ প্রধান : গাজীপুরের শ্রীপুরে রাস্তায় ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্র সহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের সাথে থাকা কয়েকজন পালিয়ে যায়।
২ জুন মঙ্গলবার রাত ২.২৫ মিনিটের সময় মাওনা চৌরাস্তার (ওযাবদামোড়) পল্লীবিদ্যুৎ মোড় সংলগ্ন মাওনা-বরমী সড়কে ডাকাতির চেষ্টার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কর্ণ মন্ডল এলাকার মমতাজ উদ্দিন বেপারীর সন্তান১.মোঃ আলমগীর হোসেন (২২)।ময়মনসিংহের ত্রিশাল থানার ধলাইমান এলাকার মৃত আ: কাদের (কালু) মিয়ার সন্তান ২.সোহেল রানা রুবেল (৩৪)। তাদের নামে ডিবির উপ-পরিদর্শক এস আই হাফিজ উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাযায়, এস আই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ শ্রীপুর থানা এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোর এলাকায় মাওনা-বরমী সড়কে ডাকাতির করার জন্য কয়েকজন ডাকাত একত্রিত হয়েছে, সংবাদ পেয়ে সত্যতা যাচাই করে উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে রাত ২.২৫ মিনিটের সময় ঘটনাস্থলে পোঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে, পুলিশ তাদেরকে ধরতে ধাওয়া করলে ডাকাতরা অস্ত্র নিয়ে পুলিশকে হামলা করার চেষ্টা করে। এসময় কনস্টেবল জোবায়ের হোসেন তার শর্টগান থেকে ২ রাউন্ড গুলি ছোড়লে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে। সাথে থাকা ৮/১০ জন পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে কাটার,টি সুইচ গিয়ার চাকু, চাপাতি, রামদা ও ছোড়া উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের নামে ময়মনসিংহের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে৷
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার দাস জানান, তাদের নামে শ্রীপুর মডেল থানায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।