এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
আজ ০৪ জুন, ২০২০ তারিখ বৃহস্পতিবার বিকাল ০৪:১৫টায় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রধান প্রধান ইউনিটের সাথে সংযুক্ত হোন। এসময় উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান। উক্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি মহোদয় প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধ, আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। উক্ত ভিডিও কনফারেন্সে আইজিপি মহোদয় প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধে দেশপ্রেমিক শহিদ পুলিশ সদস্যগণের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আক্রান্ত পুলিশ সদস্যগণের সার্বিক সুস্থতা কামনা করেন। উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য, এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ, , রাজশাহীসহ রাজশাহী রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।