সোহেল রানা রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউপির ভাংড়া গ্রামে এক কলেজ শিক্ষকের বাড়িতে যাতায়াতের রাস্তা জবরদখলের অভিযোগ উঠেছে। বেলপুকুর আইডিয়াল কলেজের শিক্ষক ও ভাংড়া গ্রামের মৃত মকছেদ আলীর পুত্র মন্জুর রহমান ন্যায় বিচার পাবার আশায় দীর্ঘদিন দরে বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছে।
স্থানীয় ভুমিগ্রাসী চক্রের নপথ্যে মদদে প্রতিবেশীরা তার যাতায়াতের রাস্তায় অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। এতে ওই শিক্ষক পরিবার প্রায় অনেকটা অবরুদ্ধ তাকে অন্যর জায়গা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর, পুঠিয়া থানার একশ্রেণীর কর্মকর্তা ও স্থানীয় ভুমিগ্রাসী চক্রের নেপথ্যে মদদে এই জবরদখলের ঘটনা ঘটেছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এদিকে ওই রাস্তা উদ্ধার ও অবৈধ দখল মুক্ত করতে স্থানীয় সাংসদ (এমপি), রাজশাহী জেলা প্রশাসক (ডিসি), রাজশাহী পুলিশ সুপার (এসপি), পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুঠিয়া থানা অফিসার ইন্চার্জের(ওসি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক পরিবার।
স্থানীয় সুত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউপির ভাংড়া মৌজায় ১৫৯৬ দাগে ১১ শতক সম্পত্তি রয়েছে। পৈত্রিকসুত্রে ভাংড়া গ্রামের মৃত মকছেদ আলীর পুত্র মন্জুর হোসেন ৫ শতক ও মৃত ইদ্রিস আলীর তিন পুত্র সেকেন্দার, সেন্টু ও জালাল বাঁকি ৬ শতক সম্পত্তর মালিক।কিন্ত্ত মৃত ইদ্রিস আলীর তিন পুত্র পুরো ১১ শতক সম্পত্তি জবরদখল করেছেন।
এতে ওই শিক্ষক তার বাড়ি যাবার রাস্তা আর করতে পারছেন না,ফলে তার পরিবারকে অবর্নীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।#