মো. বেলাল হোসেন মিলন বরগুনা:
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রাম থেকে দুই কেজি এক’শ গ্রাম গাঁজাসহ সোহেল মৃধা নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ মৃধার ছেলে সোহেল মৃধা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের নেতৃত্বে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সোহেল মৃধাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশী করে পুলিশ দুই কেজি এক’শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় সোহেলের নামে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, দুই কেজি এক’শ গ্রাম গাঁজাসহ সোহেলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।