২০২০খ্রি. বিশ্ব বাবা দিবস চলে গেল৷ সারা বিশ্বের জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবার এই দিবসটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় ৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে এইবার দিবসটি সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ ৷ দেশ টিভি বাংলার নিজস্ব প্রতিনিধি রাজশাহী ‘র এম,রায়হান আলী বলেন, বাবা দিবস সেদিনি স্বার্থক হবে যেদিন কোন বৃদ্ধাশ্রম থাকবেনা, থাকতে হবেনা বাবা মাকে বৃদ্ধাশ্রমে, কোন সন্তানের কাছে বা সন্তানের স্ত্রীর কাছে বয় বৃদ্ব বাবা-মা নির্যাতনের শিকার হবে না। তিনি আরও বলেন, বাবা দিবসে এটাই হোক চাওয়া, পৃথিবীর সকল শ্রেণির বাবা-মা মৃত্যুর আগ পর্যন্ত যেন সন্তানের কাছেই ঠাই হয় ৷ সৃষ্টিকর্তা যেন সকল বাবা-মা’কে সুখে শান্তিতে রাখেন৷ প্রতিটি মানুষের বাবা কিন্ত জন্ম দাতা। বাবা সেই শিশুকাল থেকে বাবার অবস্হান থেকে বাবা সন্তানের সকল চাহিদা স্বাধ্য মতো পুরণ করার চেষ্টা করে।বাবা পুরনো জামাকাপড় পরে সন্তানের জন্যে নতুন জামাকাপড় সবসময়ই কিনেদেয়।সবাই দেখেছেন বাবার হাতে বাটন ওয়ালা ফোন আর সন্তানের হাতে টাসফোন।বাবা যেসব খাবারের নাম জানেন না সন্তানেরা হরহামেসায় বাবার ঘাম ঝরানো টাকায় সেই সব খেয়েই চলেছে। বাবা এক অদ্ভূত মানুষের উপাধি।
বাবা সাথে যে সন্তানেরা ছিলেন আজ বাবা নেই তারা জানে বাবা কি বাবা কে। বাবাই আমাকে সবার আগে সূর্য দেখিয়ে ছিল।বাবাই প্রথম আমাকে লেখা শিখিয়ে ছিল।হাটাও শিখিয়ে ছিল হয়তো। ছোট বেলায় রাতে আমাকে ঘুমদেবার জন্যে গরমের সময় চাদনী রাতে বাড়ীর আংগীনায় শুয়ে আমাকে বুকের উপর নিয়ে কতো গল্প শোনাতো কথা বানিয়ে বলতো বাবা যাতে আমি ঘুমিয়ে পড়ি। প্রতিটি বাবার কথা রুপ কাহিনীর কোন গল্প নয়। আমার বাবার কথা আমি লেখে শেষ করতে পরবোনা। আমার বাবা আমার গুরু, আমার বাবা ছিল আমার শেষ ভরষা,আমার বাবা আমার ইচ্ছে পুরনোর ভান্ডার। আমার বাবা ছিল আমার কাছে সূর্য। প্রতিটি বাবা তার সন্তানের উন্নত জীবনের জন্যে হাড়ভাঙ্গা খাটুনির খেটেই চলে গায়ে শক্তি থাকে যতোদিন।আমি কোন কিছু বলেই আমার বাবার উপাধি প্রদান করতে পারবো না। প্রতিটি বাবা প্রতিটি সন্তানের অহংকার
।সব বাবা এক আজব মানুষ। আমার না ফেরার দেশে চলেগেছে। তোমাকে খুব মনে পড়ে বাবা, বাবা দিবসে নয়। প্রতিদিন প্রতিটা মহুত্ব। যার বাবা নেই সেই বুঝে বাবা না থাকার কষ্ট টা কি ৷ বাবা যেখানে থাকো ভালো থাকো। আল্লাহ্ আপনাকে জান্নাতবাসী করুন। তবে মায়ের ভালবাসা, আদর, শাসন সবকিছুই আছে এখনো। যদি কখনও রাগ করেছে তবে না খেয়ে থাকলে মাও না খেয়ে থেকেছে যতক্ষন না খেয়েছি আমি ততক্ষন ৷ তাই আমার কাছে বাবা-মা দিবস প্রতিদিন ৷ সবার প্রতি অনুরোধ কোন বাবা-মা’র স্থান যেন বৃদ্ধাশ্রমে না হয় ৷ যে সন্তান তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখে তাদের বুঝ দান কর আল্লাহ্ ৷ সবাই বাবা-মাকে ভালবাসুন শ্রদ্ধা করুন,কারণ একদিন আপনিও বাবা-মা বা শশুর-শাশুরী হবেন ৷