নিউজ ডেস্ক
পল্লিবিদ্যুৎ কোম্পানি মিটার ভাড়া/ডিমান্ড চার্জ মওকুফ করুন নাহলে গ্রাহকদের জমির ভাড়া দিন!
পল্লিবিদ্যুৎ গ্রাহকরা নগত টাকায় মিটার কিনে নিজের ঘরে লাগিয়ে বছরের পর বছর কেন মিটার ভাড়া/ডিমান্ড চার্জ দিতে হয়! তাহলে গ্রাহকদের জমিতে বিদ্যুতের খুঁটি বছরের পর বছর ফ্রি থাকবে কেন?
মোবাইল কোম্পানিগগুলো নেটওয়ার্ক পেতে বাংলাদেশের যেকোন জায়গায় যদি তাদের কোম্পানির টাওয়ার করে তবে তা বছর বা মাসিক ভাড়ার ভিত্তিতে চুক্তিনামা করে তবে টাওয়ার করেন! তাহলে গ্রাহকরা নিজের টাকায় বিদ্যুতের মিটার কিনার পরও কেন প্রতি মাসে মিটার ভাড়া / ডিমান্ড চার্জ দিতে হচ্ছে?
গ্রাহকদের দাবি বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমি নষ্ট করে,ওভারহেড লাইনের দ্বারে কাছে শত শত গাছ ফ্রিতে কেটে কোটি কোটি টাকা ব্যবস্যা করার পরও কেন জমির ভাড়া দিবে না বিদ্যুৎ কোম্পানি?
হয় গ্রাহকদের মিটার ভাড়া/ডিমান্ড চার্জ মওকুফ করুন নাহলে গ্রাহকদের জমির ভাড়া দিন। (সকলের গঠনমূলক মতামত আশা করছি)