মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা গ্রামের কুন ফ্যাক্টরীর শ্রমিক ত্রিশাল উপজেলার সিঙ্গাই গ্রামের খাইরুল ইসলামের ছেলে মাসুদ (২৫) এর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২৭জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের নিশিন্দা নামক স্থানে সড়কের পাশে যুবকের লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস আই আশরাফ উদ্দিন জানান ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের নিশিন্দা নামক স্থানে সড়কের পাশে যুবকের লাশটি পরে থাকতে দেখে এলাকাবাসি খবর দিলে ঘটনাস্থল থেকে পেন্ট ও গেঞ্জি পরা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাবিব জানান আমরা ধারনা করছি পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এখানে এনে ফেলে রেখে গেছে।