খোরশেদ আলম জীবন
ময়মনসিংহ ভালুকা উপজেলা হবিরবাড়ী কাশর সরকারি প্রাইমারী স্কুল মাঠে, দূর থেকে দেখলে মনে হবে ছোটোখাটো একটি পুকুর। না এটি কোনো পুকুর বা ডোবা। নয় সরকারি একটি প্রাইমারি স্কুলের মাঠ। যে মাঠে হৈচৈ করে খেলা করার কথা কোমলমতি শিশুদের। এখন স্কুলের সামনে থৈথৈ পানি। গোটা মাঠ ডুবে আছে পানিতে। ভালুকা উপজেলা হবিরবাড়ী ইউনিয়নের কাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এটি। মাঠের চারদিকে বসতবাড়িগুলো উঁচু হওয়ায় সব পানি এসে জমা হয় স্কুল মাঠে। তাই সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠটি পুকুরে পরিণত হয়। গোটা বর্ষা মৌসুমে সারাক্ষণ পানি জমে থাকার কারণে কেঁচো, সাপসহ পোকামাকড় স্কুলের কক্ষে ঢুকে পড়ছে । গ্রামবাসী দাবি স্কুল মাঠে দ্রুত মাটি ভরাটের দাবি জানিয়ে প্রসাশনের দৃষ্টিআকর্ষণ।