এম,রায়হান আলী রাজশাহী থেকেঃ
২৬ জুন ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউন নবী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা শাহীন, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, প্যানেল মেয়র-৩ ও জোন কাউন্সিলর তাহেরা খাতুন মিলি প্রমুখ।