কালীগঞ্জে করোনায় আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত-৫
নিউজ ডেস্ক
গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণে আরো একজন মৃত্যু বরণ করেছেন। পাশাপাশি নতুন করে ৫ জন আক্রান্ত ও ৬ জন সুস্থ্য হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণে আরো একজন মৃত্যু বরন করেছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত ২৮ ও ২৯ই জুন এবং রোডজোন এরিয়া হতে ১ জুলাই সহ মোট ৭৮ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরএ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজকে বিকেলে প্রাপ্ত রিপোর্টে নতুন ৫ জন আক্রান্ত ও ৬ জন সুস্থ্য হয়েছেন।
তিনি আরো বলেন, নতুন আক্রান্ত পৌরসভার ৪ জন ও জাঙ্গালিয়া ইউনিয়নের ১ জন। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে শুক্রবার পর্যন্ত ২৪৮২ টি নমুনা পরীক্ষায় ৩৩৭ জন পজেটিভ সনাক্ত হয়েছে। চিকিৎসায় ২৩৮ জন সুস্থ্য হওয়ার পাশাপাশি নতুন করে একজনের মৃত্যু নিয়ে ৭ জন মৃত্যু বরণ করেছেন। পরবর্তী নিরাপত্তার স্বার্থে সুস্থ্যদের ৭-১০ দিন পরপর নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষা করা হবে। এখনো আক্রান্ত ৯২ জন রোগীকে আইশোলেসনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।